দেড়যুগ পর নিজের টাকায় বেইলি ব্রিজ সংস্কার করলেন সাবেক চেয়ারম্যান

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ২৪, ০৪:২২ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া-পুঁইছড়ি সীমান্তবর্তী জলকদর খালের উপর নির্মিত জরাজীর্ণ বেইলি ব্রিজটি দীর্ঘ দেড়যুগের অধিক সময় ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে ব্রিজটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে গাছের তক্তা দিয়ে ব্রিজটি সংস্কার করে দিয়েছেন ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী।

শুক্রবার (২৩ মে) বিকেলে সরেজমিনে সংস্কার কাজ পরিদর্শন করেন সাবেক চেয়ারম্যান রেজাউল হক। এ সময় স্থানীয়রা জানান, পুঁইছড়ি-ছনুয়া এলাকার অন্তত ১০ হাজারেরও বেশি মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটির পাটাতনগুলো একেবারে জরাজীর্ণ হয়ে গেছে, ফলে চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।

ইতিপূর্বে স্থানীয়দের উদ্যোগে এবং অর্থায়নে কয়েকবার বাঁশের বেড়া বসিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও তা নষ্ট হয়ে যাওয়ায় আবারও দুর্ভোগে পড়েন এলাকাবাসী। এতে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় এলাকার স্কুল, মাদ্রাসার শত শত শিক্ষার্থী ও সাধারণ জনগণকে।

জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল হক চৌধুরী নিজস্ব অর্থায়নে গাছের তক্তা দিয়ে আপাতত ব্রিজটি সংস্কার করে দেন। এতে স্বস্তি ফিরে আসে জনসাধারণের মাঝে, এবং সাবেক চেয়ারম্যানকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

এ বিষয়ে রেজাউল হক চৌধুরী বলেন, “পুঁইছড়ি-ছনুয়ার কয়েক হাজার মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম এই বেইলি ব্রিজটি। দীর্ঘ দেড়যুগ ধরে কোনো ধরনের সরকারি সংস্কার হয়নি। আগে স্থানীয়দের অর্থায়নে কয়েকবার বাঁশ দিয়ে মেরামত করা হয়েছিল, কিন্তু সেগুলোও নষ্ট হয়ে গেছে। তাই নিজের অর্থে আপাতত গাছের তক্তা বসিয়ে চলাচলের ব্যবস্থা করেছি। পরবর্তীতে সরকারি বরাদ্দ পেলে পূর্ণাঙ্গভাবে ব্রিজটি সংস্কার করা হবে।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework