দুর্যোগ প্রস্তুতি নিয়ে হাটহাজারীতে অগ্নি নির্বাপনের মহড়া

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১১, ০১:২২ অপরাহ্ন

অগ্নি নির্বাপন বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।

 

ChatGPT said:

"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"—এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এক আলোচনা সভা ও অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকরাম উদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. নাছির উদ্দিন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সব শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রধান অতিথির উপস্থিতিতে অগ্নি নির্বাপনের বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework