দক্ষিণ হিংগলায় ১০ম আজিমুশ শান বার্ষিক মাইজভাণ্ডারী সম্মেলন সম্পন্ন

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম)
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ০৭, ০১:২৩ অপরাহ্ন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলমপতি, ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ফাতেহা এ ইয়াজদাহুম ও বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (কঃ)এর ৯৬ তম পবিত্র খোশরোজ শরিফ উপলক্ষে ১০ম আজিমুশ শান বার্ষিক মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ৬ ডিসেম্বর) দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কাজী মোহাম্মদ আসলাম উদ্দিন। উদ্বোধক ছিলেন মোহাম্মদ সোলায়মান মেম্বার, প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্যদের সদস্য  মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা সেকান্দর হোসাইন আল কাদেরী, বিশেষ আলোচক ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ মুজিবুর হক মাইজভান্ডারি, মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম মাইজভান্ডারি, হাফেজ মাওলানা  আব্দুল আজিজ, হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল আমিন, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ মহিম উদ্দিন মাইজভান্ডারি।

রাকিবুল ইসলাম সজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া,আনিসউল খান বাবর,নাজিমুদ্দিন কালু, মিনহাজুর আবেদীন, মুহাম্মদ কোরবান আলী, সংগঠনের সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ খোরশেদুল আলম মানিক, আনোয়ার সওদাগর। মিলাদ কিয়াম শেষে বিশ্ববাসীর মুক্তির কামনায় মুনাজাত করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework