দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ক্রীড়া আয়োজন

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ২৬, ০৩:৫৩ অপরাহ্ন

গতকাল ২৫ জানুয়ারি বিকালে গাছবাড়িয়া স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে খেলার উদ্বোধন করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার। প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আরিফুর রহমান মারুফ, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন, প্রবাসী ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা মো. নাছির উদ্দীন, এম হাসেম চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আলমগীর সাকিব।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চন্দনাইশ আবদুল্লাহ ক্রিকেট একাদশ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে বৃহত্তর সাতকানিয়া জাতীয়তাবাদী পরিবার ক্রিকেট একাদশ অল উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে।

খেলায় বিজয়ী দলের আবু জাহেদকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework