তিন দিনব্যাপী বিবেকানন্দ জন্মোৎসবের আয়োজন, প্রথম পুরস্কার মিষ্টু

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২৯, ০৩:১১ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মোৎসব শ্রীশ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে নানা আয়োজনে সম্পন্ন হয়েছে। ২১, ২২ ও ২৪ জানুয়ারি (মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার) সেবাশ্রম প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ। অনুষ্ঠানে বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার লাভ করেন আনোয়ারা সাংবাদিক সমিতির সহ সভাপতি, দৈনিক সংবাদ প্রতিনিধি কাঞ্চন সুশীলের মেয়ে মৃত্তিকা সুশীল মিষ্টু।

কর্মসূচির মধ্যে ছিল; ২১ জানুয়ারি (মঙ্গলবার) ভোর ৫টায় ভোরারতি ও প্রার্থনা, ৬টায় ভজন সংগীত, সকাল সাড়ে ৮টায় স্বামীজীর বিশেষ পূজা, বেলা ১২টায় ভোগ, সাড়ে ১২টায় হোম, দুপুর ১টায় অঞ্জলী, দেড়টায় প্রসাদ আস্বাদন, সন্ধ্যায় সন্ধ্যারতি।

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার), বিকেল ৩টায় চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা।

২৪ জানুয়ারি (শুক্রবার), ভোর ৫টায় ভোরারতি ও প্রার্থনা, ৬টায় ভজন সংগীত, সকাল সাড়ে ৮টায় ঠাকুর ও স্বামীজীর পূজা, সকাল ৯টায় সঙ্গীতাঞ্জলি, সকাল ১০টায় যেমন খুশি তেমন সাজো, সকাল ১১টায় আলোচনা, দুপুর দেড়টায় মহাপ্রসাদ আস্বাদন, সন্ধ্যায় সন্ধ্যারতি, রাত ৮টায় ধর্মীয় নাটক ‘কল্পতরু শ্রীরামকৃষ্ণ।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি কাঞ্চন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বিভাগীয় সম্পাদক ড. উজ্জ্বল কুমার দেব। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ দত্ত।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কোষাধ্যক্ষ উচ্ছাস দাসের সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন শ্রী রামকৃষ্ণ-সারদা সেবাশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি তাপস হোড় ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা অজিত বৈদ্য। সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ, বৃত্তি ঘোষণা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework