টানা ৪ দিনে সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ মে ২৮, ১০:৩৫ অপরাহ্ন
করোনা আক্রান্ত রোগী মৃত্যুতে টানা চতুর্থ দিনের মতো শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ। শুক্রবার (২৮ মে) এই বিভাগে আরও ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।   স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।   এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৩ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জন।   গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে ছয়জন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে দুইজন রয়েছেন।   এদিকে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত চারদিনে চট্টগ্রাম বিভাগে করোনায় মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে আজ (২৮ মে) ১০ জন, বৃহস্পতিবার (২৭ মে) পাঁচজন, বুধবার (২৬ মে) আটজন এবং মঙ্গলবার (২৫ মে) ১৮ জনের মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework