টাইগারপাসে ট্রাফিক পুলিশের অভিযানে, জব্দ করা হলো ৩০ অবৈধ অটোরিকশা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মে ১৪, ০৩:০২ অপরাহ্ন

নগরীর অন্যতম সড়ক টাইগারপাস এলাকায় দিন দিন বেড়েই চলছে অনুমোদনহীন ব্যাটারিচালিত  অটোরিকশা।

এছাড়াও শহরে চলাচলে অনুপযোগী গ্রাম সিএনজি ও রাস্তার দখল করে দোকান নির্মাণকারী দখলদারদের  অনিয়ম দিন বেড়েই চলছে।

প্রশাসন কিছু সময় ব্যবস্থা নিলেও বেশিরভাগ সময়ই রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। এক পাশে টাইগারপাস ট্রাফিক পুলিশ বক্স, অপরদিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় (রেলওয়ে) আর তার আধা কিলোমিটারের ভেতরে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়।

এর মাঝেই এমন অনুমোদনহীন পরিবহন গুলোর দৌরাত্ম ও রাস্তা দখল করে দোকান গড়ে ওঠায় ক্ষোভ  প্রকাশ করেছে স্থানীয়রা। এ সকল যানবাহনের কারণে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে যানজটের। অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত চালকদের জন্য প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এরই বিরুদ্ধে মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা নগরীতে টাইগার পাস মড়ে ৩০ নিবন্ধনবিহীন অটোরিকশা জব্দ করে নগর ট্রাফিক পুলিশ।

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেওয়া টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা আজাদীকে জানান, টাইগার পাসের মোড়ে অটোরিকশার দৌরাত্ম বেড়েছে। তাদের মাঝে মধ্যে ধরা হলে তারা ট্রাফিক বিভাগরে উপর তেড়ে আসে। তারপরও আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন ট্রাফিক (টিআই–প্রশাসন) অনিল বিকাশ চাকমা, সার্জেন্ট সেলিম রানা, সার্জেন্ট পুলক দেব, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework