জয়কালী বাজারে মোবাইল কোর্টে ৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ০৬, ১২:৩৪ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ মার্চ) উপজেলার জয়কালী বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনার সময় অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি করে পণ্য মজুদের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়। জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় প্রসিকিউটর হিসেবে স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. আবদুল জব্বারসহ সংশ্লিষ্ট সকলে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework