জোয়ারা ইসলামিয়া মাদ্রাসায় প্রথমবারের মতো জমজমাট ফুটসাল ফাইনাল

চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৫ Jun ১১, ০২:০৯ অপরাহ্ন

উপজেলা সদরের জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাঙ্গণ শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত (৯ জুন) বিকেল থেকে গাবতল এল.এ.সি কিংস এরিনায় অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারে ২০১৭ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘২০১০ ব্যাচ’।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রাঙ্গণ শিক্ষার্থী ও বিশিষ্ট রাজনীতিবিদ সেলিম উদ্দিন সেলিম এবং প্রাঙ্গণ শিক্ষার্থী ও রাজনীতিবিদ তাসলিম উদ্দিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী এবং মাদ্রাসা শিক্ষক আবু তালেব।

খেলা পরিচালনায় ধারাভাষ্য দেন শামীম হোসেন। এছাড়া আয়োজনে রেফারি ছিলেন হোসাইন ও আনচার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গিয়াস উদ্দিন রায়হান, বেলাল, জাহিদুল ইসলাম মিজান প্রমুখ।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রথমবারের মতো আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট সফলভাবে সমাপ্তিতে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন। সকলে প্রত্যাশা ব্যক্ত করেন যে, মাদ্রাসার শিক্ষার্থীদের এই মিলনমেলা ভবিষ্যতে আরও বৃহৎ প্ল্যাটফর্মে রূপ নেবে।

টুর্নামেন্টে মোট ১২টি টিম অংশগ্রহণ করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework