জুলধায় নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১০, ০১:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জুলধা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম শরীফকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলীর জুলধা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহিম শরীফকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. ইব্রাহিম শরীফ (৪৯) জুলধার বাকের আলী টেন্ডলের বাড়ির মৃত হাজী মো. শরীফের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগ রয়েছে। এ কারণে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া অনুসারে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework