জিরুনা ত্রিপুরার স্থলাভিষিক্ত শেফালিকা, পার্বত্য পরিষদে নতুন নেতৃত্ব

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ জুলাই ০৯, ০৬:৫৪ অপরাহ্ন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বুধবার (৯ জুলাই) দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগের দিন, মঙ্গলবার (৮ জুলাই), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯” এর ধারা ১৪ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হলো।

প্রসঙ্গত, এর এক দিন আগে গত সোমবার পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে ‘অসদাচরণ ও দুর্নীতির’ অভিযোগে পরিষদের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। এর একদিনের মাথায় অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পরিষদের নারী সদস্য শেফালিকা ত্রিপুরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান এবং ১৪ জন সদস্যসহ গঠিত হয় অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। পরবর্তীতে ১০ নভেম্বর নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework