জনগণের সেবা সহজলভ্য করতে হাটহাজারীতে স্থানীয় সরকার দিবস পালন

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৬, ১২:২১ অপরাহ্ন

হাটহাজারীতে মহা সমারোহে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাটহাজারী পৌরসভার পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মশক নিধন কার্যক্রমের মাধ্যমে এ দিবস উদযাপিত হয়। জনগণের সেবা সহজলভ্য করতে ও স্থানীয় সরকারের ভূমিকা তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান।

সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল ও আবুল বাশার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। ইউপি সচিবদের পক্ষে বক্তব্য রাখেন মো. আবু তৈয়ব।

এছাড়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান।

এছাড়াও, উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী দিবস ও ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, হাটহাজারী বাজার ও বাসস্টেশন যানজটমুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান। সভায় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework