চুক্তির ২৩ বছর পরও অস্তিত্ব সংকটের আতঙ্কে জুম্ম জনগণ: সন্তু লারমা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ০৮, ০৩:৫৯ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, অনেক আশা-ভরসা নিয়ে আমরা ৯৭ সালে চুক্তি করেছিলাম। কিন্তু গত ২৩ বছরেও আমরা চুক্তি বাস্তবায়নের গতি দেখে হতাশ। আজ ৮ মার্চ, সোমবার সকালে রাঙামাটি সদরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২১ এবং পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারী ও জুম্ম জাতির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইকারী অন্যতম নারী (ছাত্র) সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, চুক্তির পর জুম্ম জনগণের জীবনমান উন্নয়নের অনেক আশা করলেও বর্তমানে আমরা অস্তিত্ব সংকটের মধ্যে দিন কাটাচ্ছি। সে সময় নারী অধিকার রক্ষার পাশাপাশি চুক্তি বাস্তবায়নের আন্দোলনে জুম্ম নারীদের এগিয়ে আসার আহ্বান জানান সন্তু লারমা। মহিলা সমিতির রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিতা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি অ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, অবসরপ্রাপ্ত উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নান্টু ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নিপন ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি রিনা চাকমা প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework