চান্দগাঁওয়ে চুরিকৃত স্বর্ণ ও স্বর্ণ বিক্রির টাকাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ১১, ০২:৪৩ অপরাহ্ন

ঘটনার বিবরণঃ গত ২০/০২/২০২৪ খ্রিঃ তারিখ রাতে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদী মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইন এর চান্দগাঁও আবাসিকের শাখাওয়াত ভিলার ৫ম তলার বাসার জানালার গ্রিল কেটে প্রবেশ করে নগদ ২২ লক্ষ টাকা, ১৯(ঊনিশ) ভরি স্বর্ণালংকার ও ০১টি আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল ফোন চুরি করে। বাদীর এজাহারের ভিত্তিতে চাঁন্দগাও থানার মামলা নং-৩৫(০২)২৪, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। 

গত ২৭/০২/২০২৪খ্রিঃ তারিখ উক্ত মামলা সংক্রান্তে তদন্তে প্রাপ্ত আসামী নুরুল হক বাবু’কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং গুপ্তচরের তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মুহাম্মদ আলম খাঁন সহ চান্দগাঁও থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ইং ০৯/০৩/২০২৪ তারিখ রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন হাজারী গলি এলাকা হতে তদন্তে প্রাপ্ত আসামী লিটন চক্রবর্তী (৩৮) কে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য মোতাবেক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা এলাকায় আসামীর হেফাজত হতে মামলার ঘটনায় চুরি হওয়া স্বর্ণের ০১টি গলিত বার, যার ওজন অনুমান ০২ ভরি এবং স্বর্ণ বিক্রয়ের বিক্রয়লব্ধ নগদ ৪,০২,০০০/- (চার লক্ষ দুই হাজার) টাকা উদ্ধার করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework