চন্দ্রঘোনায় ইলেকট্রিক্যাল গ্যারেজে চুরি, নতুন-পুরানো যন্ত্রাংশ লুট

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ২৫, ০৭:১৯ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ইলেকট্রিক্যাল গ্যারেজে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অভিনব কায়দায় বিশেষ পদার্থ ব্যবহার করে গ্যারেজের তালা ভেঙে প্রায় দশ লাখ টাকার মূল্যবান মালামাল চোরের দল নিয়ে যায়। গতকাল শনিবার এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পূর্ব নতুনপাড়া এলাকায় গত শুক্রবার রাতে আব্দুল সবুর বাচ্চু মিস্ত্রীর একটি ইলেকট্রিক্যাল গ্যারেজের তালা ভেঙে মূল্যবান মালামাল লুট করা হয়। জনৈক আব্দুল সবুর বাচ্চু মিস্ত্রী বলেন, বাস, ট্রাক, জীপ ও মাইক্রো সহ বিভিন্ন পরিবহনের নতুন ও পুরাতন মূল্যবান যন্ত্রাংশ গ্যারেজে রাখা হয়। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework