চন্দনাইশে ৫০০ পরিবারের মাঝে বিএনপির শীতবস্ত্র সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৪, ০৪:২৯ অপরাহ্ন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে বিএনপির উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি, চন্দনাইশ পৌরসভা বিএনপি, দোহাজারী পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে গাছবাড়িয়া নিম্নমাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক বেলাল, আবদুল মাবুদ মাহাবু, আরিফুর রহমান মারুফ, বাহাউদ্দীন চৌধুরী, সাইফুল ইসলাম, মনজুরুল আলম তালুকদার, শফিকুল ইসলাম রাহী, আবদুল মজিদ শাহ, আবু বকর, আজম খান, মোরশেদুল আলম, আবু বকর ছিদ্দিক, মুজিবুর রহমান, সেলিম উদ্দিন, রাজীব হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework