চন্দনাইশে ১ লাখ ঘনফুট বালু,২টি এক্সক্যাভেটর, ২টি পিকআপ জব্দ

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ১৫, ০৭:০৮ অপরাহ্ন

চন্দনাইশে  অবৈধভাবে বালুর স্তুপ তৈরী করে ব্যবসা করার সময় ১ লাখ ঘনফুট বালু,২টি এক্সক্যাভেটর, ২টি পিকআপ জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ডিপ্লোমেসি চাকমা।

গতকাল  ১৫মে  তারিখ বিকালে উপজেলার বরকল পূর্ব পাঠানদন্ডী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 এ সময় অবৈধভাবে বালুর স্তুপ তৈরী করে ব্যবসা করে আসছিল কতিপয় আসাধু ব্যবসায়ী এমন খবরে  অভিযান পরিচালনাকালে বালু বিপনণের কাজে ব্যবহৃত ২টি পিকআপ ট্রাক, ২টি এক্সক্যাভেটর ও আনুমানিক ১ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযান স্থলে পরিচালনাকালে  কাউকে পাওয়া না যাওয়া জব্দকৃত ২টি স্ক্র্যাভেটর ঘটনাস্থলে তালবদ্ধ অবস্থায় রেখে এবং আনুমানিক ১লাখ ঘনফুট বালু বরকল ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ হাবিবুর রহমানের জিম্মায় রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ডিপ্লোমেসি চাকমা।

এই সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব রঞ্জন কুমার দেব।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework