চন্দনাইশে হযরত ফজলুর রহমান (ক.)-এর ৯২তম ওরশ শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলন

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ০৬:০১ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশে হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ ফজলুর রহমান (ক.)-এর ৯২তম ওরশ শরীফ সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া মাদ্রাসার সেমিনার হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বার্ষিক ওরশ শরীফ সফল করতে লিখিত বক্তব্য পাঠ করেন গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি সৈয়দ মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারি। তিনি বলেন, আগামী ১লা ফেব্রুয়ারি, মঙ্গলবার দিনব্যাপী চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে—খতমে কুরআন, খতমে বোখারী, মিলাদ, কিয়াম, জিকির ও তবারুক বিতরণ।

ওরশ শরীফের কার্যক্রম ফজরের নামাজ, খতমে কুরআন ও খতমে বোখারী শরীফের মধ্য দিয়ে শুরু হবে। পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ওরশ শরীফে উপস্থিত থাকার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়াজুর রহমান, অর্থ সম্পাদক আবদুল মান্নান জিফু, সাংগঠনিক সম্পাদক সাঈদ আল শাহরী রুবেল, নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা কামাল ভান্ডারী প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework