চন্দনাইশে স্মার্ট ইজি হেলথ কার্ডের গুরুত্ব নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ০৫:৩৫ অপরাহ্ন

গত (১৮ জানুয়ারি) চন্দনাইশ সদরে একটি হলরুমে স্মার্ট ইজি হেলথ বাংলাদেশ লিঃ এর আয়োজনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ইজি হেলথ বাংলাদেশ লিঃ এর পরিচালক মোহাম্মদ সাজিদুল আনোয়ার। তিনি বলেন, "সারাদেশে স্মার্ট ইজি হেলথ বাংলাদেশ লিঃ হেলথ কার্ড নিয়ে কাজ করছে। হেলথ কার্ড বিষয়ে সচেতনতা তৈরি করা সবচেয়ে বেশি জরুরি। প্রতিটি উপজেলায় হেলথ কার্ড বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি বিশেষ টিম কাজ করছে।"

তিনি আরও জানান, "১ বছর মেয়াদি হেলথ কার্ড গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি তার যাবতীয় চিকিৎসা খরচ কোম্পানির পক্ষ থেকে পাবে। সরকারি-বেসরকারি যৌথ প্রচারণার মাধ্যমে হেলথ কার্ড জনপ্রিয় হয়ে প্রান্তিক জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হবে।"

এছাড়া, তিনি জানিয়ে দেন, "আগামী মার্চ মাসে চন্দনাইশ উপজেলায় ১৫০ ফ্রি হেলথ কার্ড বিতরণ করা হবে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদিউজ্জামান (সেলিম)। কর্মশালার সভাপতিত্ব করেন নুরুল ইসলাম হিরু। আলোচনায় অংশ নেন যথাক্রমে আরিফুল ইসলাম রিমন, মো. জিয়া উদ্দিন, ওলামা দলের সদস্য মৌলানা ফরিদ উদ্দিন, রাজিব হোসেন রিফাত, সাংবাদিক শাহাদাৎ হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework