চন্দনাইশে সৌদিয়া গাড়ির ধাক্কায় নিহত-১,খাদে পড়ে আহত-২০

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ অক্টোবর ২৪, ১২:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশে সৌদিয়া পরিবহন যার রেজি:নং- (চট্ট-মেট্রো-ব- ১১-১৮৯১) বাসের ধাক্কায় আলমগীর (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। ২৪ই (অক্টোবর) বৃহস্পতিবার সকালে গাছবাড়িয়া কলেজ গেইট কলঘর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলমগীর চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছাদেক মোহাম্মদ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বলে জানা যায়।আহতরা হলেন,খুলনা জেলার রূপসা থানার নাসিমা বেগম (৪৫), নাজমুল হুদা (২২), তাসলিমা (২৫), শাহরিন (২), ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার সুমাইয়া (১৬), রেজাউল করিম (৬৫), গোপালগঞ্জের তরিকুল ইসলাম (৪৬), খুলনার সোহানা (২৮), আতকিয়া (৮), যশোরের তরিকুল ইসলাম (২৮)। অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় নিহত আলমগীর তার বাইসাইকেল চালিয়ে অসর্তক অবস্থায় রাস্তা পার হচ্ছিল।

এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহন আলমগীরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা গুরতরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework