চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় দুই যুবক নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১৮, ১২:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম চন্দনাইশে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক মোঃ ফরহাদ (২০) ও মিনি ট্রাক চালক মোঃ ইকবাল হোসেন (২২) এর মৃত্যু হয়েছে।

নিহত সিএনজি চালক ফরহাদ সাতকানিয়া উপজেলার গাটিয়াডেঙ্গা হাঙ্গরমুখ এলাকার আবু তালেবের ছেলে ও মিনি ট্রাক চালক মোঃ ইকবাল হোসেন উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাকাবাদ এলাকার মোঃ ফরিদের ছেলে।

জানাযায়, ১৭ মে (শুক্রবার)গতকাল বিকালে সিএনজি অটোরিক্সা চালক ফরহাদ গ্যাসের জন্য পটিয়া যাচ্ছিল। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার জাছিম কনভেনশন হলের সামনে গেলে বেপরোয়াগতিতে আসা কক্সবাজারমুখী একটি লোহার রড বোঝায় ডাম্পার ট্রাকটির সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় সিএনজির সামনের অংশ ধুমড়ে-মুছড়ে গেলে ট্রাকটির চালক রড বোঝাই গাড়ীটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা সিএনজি চালক ফরহাদকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম-কক্সবাজার মহাড়কের রৌশনহাট এলাকায় সৌদিয়া বাসের হেলপারের ধাক্কায় পিছনের চাকায় পিষ্ঠ হয়ে ইকবাল হোসেন নামের এক মিনি ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ ইরফান সত্যতা নিশ্চিত করে বলেন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক পৃথক দুটি সড়ক দূর্ঘনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম উপস্থিত হয়ে লাশ দুটি উদ্ধার করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework