চন্দনাইশে যুবলীগ নেতা গ্রেপ্তার, নাশকতা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ১৪, ০২:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশে প্রতারক চক্রের অন্যতম সদস্য ও নাশকতা মামলার আসামি আবদুল মতলব (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কর্তৃক চন্দনাইশ থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আবদুল মতলব বৈলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল বারেকের ছেলে। তিনি বর্তমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগের বৈলতলী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, আবদুল মতলব যুবলীগের দায়িত্বে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার, এলাকার নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় হয়রানি, সরকারি চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ, প্রতারণা, নিরীহ মানুষকে সন্ত্রাসী লোকজন দিয়ে মারধর, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদের ঘরে ঢুকে তার ছেলে জসিম উদ্দিনের চোখ উৎপাটনের মামলার অন্যতম আসামিও তিনিই। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে চন্দনাইশ থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework