চন্দনাইশে মোহাম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১০, ১১:৪৯ পূর্বাহ্ন

চন্দনাইশ পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ সংলগ্ন মোহাম্মদীয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে মাদ্রাসার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাতের মধ্য দিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, পশ্চিম জামে মসজিদ ও মোহাম্মদীয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসার সভাপতি শেখ টিপু চৌধুরী।

সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী ও যুবনেতা রাজিব চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের উকিল অ্যাডভোকেট ইলিয়াস কাজল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, মসজিদ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, মসজিদ ও মাদ্রাসার অর্থ সম্পাদক আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী বাচা, সমাজসেবক আব্দুল মান্নান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা রিদুওয়ানুল হক আল-কাদেরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন, মোহাম্মদীয়া হিফজখানার শিক্ষক হাফেজ আলী হায়দার, মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ, শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, মুজাহিদুল ইসলাম, হাফেজ সাদ্দাম হোসেন, মোহাম্মদ আসিফ হাসান, উম্মে হাবিবাসহ অভিভাবক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরে অতিথিবৃন্দ ৩৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework