চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে কৃষক অপহরণ, মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ১৩, ০১:০০ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশে কয়েক ঘণ্টার ব্যবধানে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণ হয়ে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন পাঁচজন কৃষক। এই ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। গতকাল সকালে কাঞ্চননগরের পাহাড় থেকে একজন ও বিকালে হাশিমপুরের পাহাড়ি এলাকা থেকে অপর চারজন কৃষক অপহৃত হন। নগদ টাকা দিয়ে তাঁদের মুক্তি দেন অপহরণকারী ব্যক্তিরা। মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া কৃষকরা হলেন আহমদ হোসেন (৫৫), কৃষিশ্রমিক মো. রহিম (৩৫), বদিউল আলম (৩০), মো. কামাল (৪০) ও মো. জুনায়েদ (৪৫)। এসব অপহরণকারী ব্যক্তিরা পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগী আহমদ হোসেন জানান, সকাল সকাল আহমদ হোসেনসহ দুজন কাঠুরিয়া কাঞ্চননগরের পাহাড়ে কাঠ কাটতে যান। এ সময় পাহাড়ি সন্ত্রাসীরা তাঁদের ধাওয়া দেন। সন্ত্রাসীরা আহমদ হোসেনকে নিয়ে গেলেও তাঁর সঙ্গী অপর কাঠুরিয়া মুন্সি মিয়া পালিয়ে আসেন। পরে সন্ত্রাসীরা আহমদ হোসেনকে মারধর করে মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবারের সদস্যরা অনেক কষ্টে ৫০ হাজার টাকা জোগাড় করে পাহাড়ি সন্ত্রাসীদের দিয়ে আহমদ হোসেনকে মুক্ত করে আনেন। অপরদিকে, হাশিমপুর সায়দাবাদ এলাকার ১০ জন শ্রমিক বিকাল ৩টার দিকে হাসিমপুর পাহাড়ি এলাকায় পেয়ারা ও লেবুর বাগান পরিষ্কার করতে যান। এই সময় পাহাড়ি সন্ত্রাসীরা তাঁদের ধরতে গেলে ছয়জন শ্রমিক পালিয়ে আসেন। বাকি চার শ্রমিককে তাঁরা অপহরণ করে নিয়ে যান। পরে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে দাবি করেন সৈয়দাবাদ গ্রামের বাগান মালিক নুরুন্নবী সওদাগর। এব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework