চন্দনাইশে নূরানী একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২০, ০৬:২০ অপরাহ্ন

চন্দনাইশের দুর্গম পাহাড়ি অঞ্চল ১০ নং ধোপাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নূরানী একাডেমি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়।

এতে মুজিবুর রহমান খোকার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেরদৌস আলম (প্রবাসী), নূরানী একাডেমির পরিচালক সার্জেন্ট মিজানুর রহমান, লোহাগাড়া সুফিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জামাল উদ্দিন, নূরানী একাডেমির প্রধান মাওলানা জিয়াউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সমাজের প্রেক্ষাপট ধরে রাখতে হলে ইসলামী জ্ঞানের বিকল্প নেই। পবিত্র কোরআন ও সুন্নাহর ওপর সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন সম্ভব। কালের পরিবর্তনের প্রভাবে তরুণরা যেভাবে মাদকাসক্ত হয়ে উঠছে, সেখান থেকে তাদের ফিরিয়ে আনার জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও জানান, বর্তমান তরুণ সমাজ ফেসবুক আসক্তির মাধ্যমে নানান অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। ছোট বাচ্চাদের একাডেমি থেকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের বৈচিত্র্যময় সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework