চন্দনাইশে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ০১:২০ অপরাহ্ন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজ্যুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে চন্দনাইশ উপজেলা ষ্টিয়ারিং কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি, সকাল ১১টায় উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় "গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স" এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের "টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন" শীর্ষক প্রকল্পের আওতায়, চন্দনাইশ উপজেলার সরকারি কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে, যা নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করছে।

সভায় চন্দনাইশ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও স্টিয়ারিং কমিটির সদস্য রাসেল চৌধুরী সভাপতিত্ব করেন, এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসাইন। স্টিয়ারিং কমিটির সদস্যরা নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে ইউএনও মহোদয়কে অবহিত করেন। ইউএনও মহোদয় নারীদের সাথে উঠান বৈঠক করার মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণে উৎসাহ প্রদান করার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি চন্দনাইশ উপজেলা সহ-সভাপতি জাফর আহমদ, বরকল ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য ছৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ পৌরসভার সাবেক কাউন্সিলর হাসনারা বেগম, সাবেক কাউন্সিলর কোহিনুর আকতার, ওডেবের এরিয়া অফিসার মাহমুদুল হক সহ অনেকের উপস্থিতি ছিল। ভার্চুয়াল মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন বিএনপিএস এর উপ-পরিচালক নাসরিন বেগম ও জিএনডাব্লিউপি এর বাংলাদেশের প্রতিনিধি পাহীমা আহমেদ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework