চন্দনাইশে তিন হাফেজের দস্তারবন্দী মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২৮, ১২:৩৮ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট কদম রসুল (দ.) হিফজুল কুরআন মডেল মাদরাসায় হেফজ সমাপনকারী তিনজন হাফেজকে দস্তারবন্দী বা পাগড়ী প্রদান করা হয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার রাতে বাগিচাহাট খানদিঘীর পাড়স্থ মাদরাসা সংলগ্ন মাঠে সালানা জলসা ও দস্তারের ফজিলত উপলক্ষে ছিদ্দিকে আকবর (রা.) স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। এ আয়োজন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আলকাদেরির সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

মাওলানা আব্দুল আহাদ জোহাদীর সভাপতিত্বে হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সিরাজি এবং হাফেজ মুহাম্মদ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মুজিবুর রহমান সওদাগর।

প্রধান আকর্ষণ হিসেবে তকরির পেশ করেন জামিরজুরী রজবীয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল কাদেরী (মা.জি.আ)।

প্রধান আলোচক ছিলেন পটিয়া শাহ্ চান্দ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা সাইফুদ্দীন খালেদ (মা.জি.আ)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা সোলাইমান ফারুকী (মা.জি.আ)।

মাহফিলের উদ্বোধক ছিলেন সাতবাড়ীয়া শাহ আমানত দাখিল মাদ্রাসার মুদাররিস হযরতুলহাজ্ব আল্লামা রমিজ আহমদ ছমদি (মা.জি.আ.), বিশেষ বক্তা ছিলেন দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ ইসলাম নক্সবন্দী (মা.জি.আ.), সিনিয়র মুদাররিস মাওলানা মুফতি মাহফুজুর রহমান আলকাদেরী (মা.জি.আ)।

মাহফিল শেষে মাদরাসার হেফজ সমাপনকারী হাফেজ মো. এরশাদুল হক, হাফেজ মো. আবদুল্লাহ আল মারুফ এবং হাফেজ মো. ছামীমকে অতিথিবৃন্দ দস্তারবন্দী বা পাগড়ী পরিয়ে দেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework