চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীর প্রার্থীতা বাতিল

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ২৬, ০৬:১৩ অপরাহ্ন

চন্দনাইশ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আবু আহমেদ চৌধুরী জুনুর প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল ২৬ মে ঢাকা আগারগাঁও  নির্বাচন অফিসে শুনানি শেষে তার প্রার্থীতা বাতিল করেছেন বলে জানিয়েছেন চন্দনাইশ নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু।

এর আগে গত ১৩ মে প্রতীক বরাদ্দ প্রাধান কালে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসারের সামনে ১শ লাশ পেলার হুমকি ও নির্বাচনী আচরণ বিধি  না মেনে অন্য প্রার্থীর সমর্তকদের উপর হামলার করা সহ আরো বিভিন্ন অভিযোগের সুত্র ধরে তাকে গতকাল শুনানির জন্য চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীকে ঢাকা আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে তলব করেন। সে তার সঠিক জবাব দিতে না পারায়  নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম প্রার্থীতা বাতিল  তথ্য জানান। তবে সে আপিল করতে পারবে জানিয়েছেন নির্বাচন কমিশন।

এদিকে প্রার্থীতা বাতিলে পর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আলোচনা সমালোচনার ঝর ওঠে। এ ব্যাপারে আবু আহমেদ চৌধুরী হাইকোর্টে আপিল করবেন বলে তার ফেইসবুকে পোষ্ট করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework