চন্দনাইশে অর্থ অভাবে আত্মহত্যা, বিষপানে মৃত্যুর ঘটনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ০৮, ০৩:৫৭ অপরাহ্ন

চন্দনাইশ পৌরসভার দক্ষিন গাছবাড়িয়া তালুকদার পাড়ার মোহাম্মদ আজম (৪৬) রোগ যন্ত্রণায় ভোগে এবং অর্থ অভাবে চিকিৎসা করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যম গাছবাড়িয়া তালুকদার পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আজম এক বছর আগে খলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পা ভেঙে যান। তখন তার পায়ে রড ব্যবহার করে চিকিৎসা করা হয়। দীর্ঘ এক বছর কাজকর্ম করতে না পারার ফলে তিনি আর্থিক অভাবে পড়েন। এদিকে, পায়ে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তিনি রোগ যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন।

পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে গত ৬ জানুয়ারি বিকালে তার রোগ যন্ত্রণার ও অভাবের কারণে সবার অগোচরে বিষ পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পরে চমেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু ১৮ ঘণ্টা পর ৭ জানুয়ারি দুপুরে তার মৃত্যু হয়।

তিনি পেশায় কাঠমেস্ত্রী ছিলেন। তার এক ছেলে সিএনজি চালক এবং মেয়ে পড়াশোনা করে। ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎষ যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভাবের কারণে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework