চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের ৬ষ্ঠ বনভোজন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ০৮, ০৩:১৪ অপরাহ্ন

প্রতি বছরের মতো, এ বছরও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের ৬ষ্ঠ বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বান্দরবান জেলার তেংপ্লং চূড়া পাহাড়ের একটি জনপ্রিয় পিকনিক স্পটে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনভর আড্ডা, ফটোসেশান, বিভিন্ন স্পট পরিদর্শনসহ নানান আয়োজনে মুখরিত ছিল দিনটি।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ও দৈনিক যায়যায়দিন এবং সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিন এবং সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা এবং বাংলাদেশ টুডে প্রতিনিধি খালেদ রায়হান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও দৈনিক শাহ আমানত প্রতিনিধি আমিনুল ইসলাম রুবেল, সহ-সভাপতি মাস্টার আব্দুল মুবিন, প্রচার সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক ভোরের দর্পণ চন্দনাইশ প্রতিনিধি কামরুল মোস্তফা, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এবং দৈনিক সময়ের আলো প্রতিনিধি এনামুল হক নাবিদ, সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হৃদয়, বাংলাদেশের খবর চন্দনাইশ প্রতিনিধি এম হেলাল উদ্দিন নিরব প্রমুখ।

জানা যায়, সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ ফুট উচ্চতায় অবস্থিত নীলগিরি পর্যটন কেন্দ্র। সর্বদা মেঘে ঢাকা এই স্থানটির বিশেষ আকর্ষণ এর অপূর্ব সৌন্দর্য। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে পর্যটন কেন্দ্র হিসেবে দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework