চন্দনাইশ প্রেস ক্লাবে নতুন ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ২৪, ০৩:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম চন্দনাইশে চন্দনাইশ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত ২৪ মে (শনিবার) সকালে গাছবাড়িয়া খাঁনহাটে চন্দনাইশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক যায়যায়দিন ও দৈনিক সাঙ্গু পত্রিকার মোহাম্মদ কমরুদ্দিনকে সভাপতি এবং দৈনিক কালবেলা ও বাংলাদেশ টুডে’র খালেদ রায়হানকে সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন ও দৈনিক শাহা আমানত পত্রিকার মোহাম্মদ আমিনুল ইসলাম রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন:
দৈনিক আমার দেশ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার এম এ মুবিনকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আবদুল গফুর রব্বানীকে সহ-সভাপতি, বাংলা টিভির সাইফুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের দর্পন পত্রিকার কামরুল ইসলাম মোস্তফাকে সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক মুক্ত খবর পত্রিকার শহীদুল ইসলামকে দপ্তর সম্পাদক, দৈনিক মানবকন্ঠ পত্রিকার এস এম ওমর ফারুককে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক জনকাল পত্রিকার আনোয়ার আবিরকে তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার হেলাল উদ্দিন নিরবকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক শাহা আমানত পত্রিকার জিয়া উদ্দিনকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, নিউজ গার্ডেনের ওসমান চৌধুরীকে কার্যকরী কমিটির সদস্য, দৈনিক নতুন কাগজের রূপন দত্তকে সদস্য, দৈনিক সময়ের আলো পত্রিকার এনামুল হক নাবিদকে সদস্য, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার মোজাম্মেল হক সুজনকে সদস্য, দৈনিক আমাদের বাংলা পত্রিকার জাহিদুর রহমান চৌধুরীকে সদস্য এবং চট্টগ্রাম নিউজের ইমতিয়াজ ফয়সালকে সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এসময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। সাংবাদিকরা সত্য প্রকাশ করবে এটাই তাদের কাজ। কিন্তু সত্য প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় সাংবাদিকরা হামলা ও মামলা শিকার হয়। তাই আমরা যারা মফস্বলে কাজ করি আমাদের যেকোন বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework