চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হামলায় দুই যুবক গুরুতর আহত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ১৬, ১২:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা এলাকায় সন্ত্রাসীদের হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সরফভাটা ৪নং ওয়ার্ডের মৃত বজলু আহমেদের ছেলে নেয়াম উল্লাহ (৩৮) ও একই এলাকার আব্দুস সোবহানের ছেলে তোফায়েল আহমেদ (৪৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে পাহাড়ের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে নেয়াম ও তোফায়েলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘খবর পেয়েছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework