চট্টগ্রামের কর্ণফুলীতে মুঠোফোন চোর চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ০৭, ০৬:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলীতে মুঠোফোন চোর চক্রের সদস্য মো. ইমাম হোসেন আতিককে (২৬) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে শিকলবাহা জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মুঠোফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমাম হোসেন চরপাথরঘাটা ২ নম্বর ওয়ার্ডের রমজান আলী শাহ মাজার এলাকার সিদ্দিক আহমেদের বাড়ির নুর হোসেনের ছেলে।

চট্টগ্রাম গোয়েন্দা মহানগর (উত্তর-দক্ষিণ) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা জামালপাড়া ও চরপাথরঘাটা ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইমাম হোসেন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সক্রিয় মুঠোফোন চোর চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এই চক্রটি বিভিন্ন জায়গায় চোরাই মুঠোফোন কেনাবেচার কাজ করে আসছিল।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, মুঠোফোন চোর চক্রের এই সদস্যকে আটক করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework