চট্টগ্রামে শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের দ্বি-শত বৎসর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২৮, ০২:৩৫ অপরাহ্ন

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলার ফতেনগর গ্রামের পুরনো বৌদ্ধ বিহার শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের দ্বি-শত বৎসর পূর্তি, ভদন্ত দিকপাল মহাস্থবির এর গণসংবর্ধনা এবং কর্মযোগী ভদন্ত বিপুলবংশ স্থবীরের মহাস্থবির বরণোৎসব গত ২৬ ও ২৭ ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার ২০২৪ খ্রীষ্টাব্দ ধর্মসম্মেলন বিহারপ্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

দুইদিনব্যাপি এই বৌদ্ধ সম্মেলনের ২য় দিন শুক্রবার দুপুরে মহাস্থবীর বরণ ও সদ্ধর্মসভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির এর সভাপতিত্বে প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির। এতে উদ্বোধক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি কর্মদূত ভদন্ত জিনালংকার মহাস্থবির। ধর্মানুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাস্থবির ও মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির।

আশিষ বড়ুয়া ও শুক্লা বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম সমন্বয়কারী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি বিন্দু ভূষণ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া।
এতে বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব বিপুলেসন মহাস্থবির, মোগলটুলি শাক্যমুনি বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত তিলোকবংশ মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস লোকজিৎ মহাস্থবীর ও সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত লোকবংশ স্থবীর।

বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিনয়পাল মহাস্থবির, ধর্মপাল মহাস্থবির, সুমঙ্গল মহাস্থবির, শাসনপ্রিয় মহাস্থবির, জিনানন্দ মহাস্থবির, শাসনরক্ষিত মহাস্থবির, জিনরতন মহাস্থবির সহ অনেক পণ্ডিত প্রবর ভিক্ষুসংঘ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সিনিয়র উর্দ্ধতন সহ-সভাপতি বিদ্যানিধি চৌধুরী, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী উত্তম বড়ুয়া, অর্থউপকমিটির সচিব রাতুল বড়ুয়া, ও প্রধান শিক্ষক দীপক মুৎসুদ্দি।

দুইদিনব্যাপী এই মহা ধর্মসম্মেলনে দেশ বিদেশের বিভিন্ন বৌদ্ধ জনপদ থেকে পণ্ডিত প্রবর ভিক্ষুসংঘ ও বৌদ্ধ নরনারী উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework