চট্টগ্রামে র‌্যাবের অভিযানে অর্ধকোটি টাকার মৃগনাভী উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ জুলাই ২১, ০৮:০৯ অপরাহ্ন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকা থেকে অর্ধকোটি টাকার মৃগনাভী উদ্ধারের পাশাপাশি ‍দুইজনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব-৭। এরা হলেন চট্টগ্রামের জোরারগঞ্জের পূর্ব দুর্গাপুর বদ্দার চৌধুরী হাটের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. তৌহিদ (২৬) ও পিরোজপুরের মঠবাড়িয়ার বিরুখালীর মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে মো. তৈয়েবুর রহমান (৩২)। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান। তিনি বলেন, একটা মৃগনাভী বিভিন্ন সময় বিভিন্নজনকে দেখিয়ে প্রতারণা করে আগে টাকা নিয়ে আত্মসাত করা হচ্ছিল- গোপন সূত্রে এমন খবর পেয়ে আমরা অভিযানে নামি। এরপর মুরাদপুরের অদূরে মির্জারপুল এলাকা থেকে বড় আকারের একটি মৃগনাভী উদ্ধারের পাশাপাশি দুইজনকে আটক করি আমরা। মেজর মো. মুশফিকুর রহমান বলেন, মৃগনাভী দিয়ে সুগন্ধি বানানো থেকে শুরু করে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। হারবাল চিকিৎসা ও যৌন শক্তি বৃদ্ধির কাজেও মৃগনাভী ব্যবহার হয় বলে জেনেছি। তবে মৃগনাভী সংরক্ষণ, পরিবহন – সবকিছু অবৈধ। উদ্ধার করা মৃগনাভীর বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে র‌্যাবের এই কর্মকর্তার ভাষ্য।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework