চট্টগ্রামে বিএনপি নেতার ধর্মীয় সভায় বক্তৃতা

কামরুল হাসান, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১০, ০২:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর বলেছেন, এ দেশে আর আওয়ামী লীগের জায়গা হবে না। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নাজিরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড বড় নাথ পাড়া স্ত্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম চেতনা সংঘের উদ্যোগে মহতী ধর্ম সভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চেতনা সংঘ মহোৎসব উদযাপন কমিটির সভাপতি তেজেন্দ্র নাথের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমন নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজিম উদ্দিন শাহীন ও নাছির উদ্দিন। চেতনা সংঘ মহোৎসব উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি শিমুল চক্রবর্তী, সহ-সভাপতি উতপল নাথ।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন, বিগত আওয়ামী লীগ সরকার হিন্দুদেরকে নির্যাতন করে তাদের জায়গা দখল, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলদারিত্ব করেছে। ৫ই আগস্টের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ঘোষণা করেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান—আমরা সবাই এক ও অভিন্ন। আমরা সবাই বাংলাদেশি। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিষদাঁত বাংলাদেশ থেকে ৫ আগস্ট ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। দিল্লিতে যে নৌকায় আশ্রয় নিয়েছে, সে নৌকা দিল্লিতে আর চলবে না। সাম্প্রদায়িকতার বিষদাঁত এখন দিল্লিতে বন্দী আছে। আমরা সবাই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকতে চাই।

এতে আরো উপস্থিত ছিলেন, জয়নাল খালেদ মাহমুদ বাবুল, হাসানুল কবির বাবর, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, আরাফাত তূষার, আরমান উদ্দিন, ওসমান, মামুন, পার্থ, দিপ্ত, উজ্জ্বল, বিকাশ, পলাশ, লক্ষণ, ছোটন, অনিক, শুভ, কপিল, কিশোর, লিটন, রিদয়, অন্তু, তীর্থ সহ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework