চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১৮ মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ Jun ১৭, ১১:০৮ পূর্বাহ্ন
বায়েজিদ বোস্তামী থানাধীন এশিয়ান হাইওয়ে লিংক রোড এলাকা থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো.সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৬ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে এশিয়ান ওম্যান ইউনিভার্সিটির গেইটের সামনে তাকে গ্রেফতার করা হয়। সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ  বলেন, এশিয়ান ওম্যান ইউনিভার্সিটির গেইট এলাকায় অস্থায়ী চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বার্মা সাইফুল। পাল্টা গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। তিনি বলেন, বার্মা সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework