চট্টগ্রামে জুয়া ও ইয়াবার আসর থেকে গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ১০, ০৪:৫০ অপরাহ্ন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া ও ইয়াবার আসর থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা, নগদ দুই হাজার ৭৬০ টাকা ও জুয়া খেলার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার (১০ মে) ভোর রাতে থানার রিয়াজুদ্দিন বাজার চৈতন্য গলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আবুল হোসেন (৩৫), মো. জাকির হোসেন (৩৫), মো. রঞ্জু (৪১), মো. বাবু (২৩), মো. সাকিব (২১), মো. শাজাহান মিয়া (৫৩), মো. সুমন (৩২), মো. রবি হোসেন রণি (২৫), মো. শেখ ফরিদ (২৮), মো. মাসুদ (৪৮), মো. আবু কালাম (৫২), মো. শহীদুল ইসলাম (৪৩), মো. ইব্রাহীম (২৮) ও মো. আকবর (২৬)। পুলিশ জানায়, চৈতন্য গলি মুনিরিয়া টাওয়ারের চতুর্থ তলার একটি কক্ষে জুয়া ও ইয়াবার আসর বসিয়েছে কিছু লোক- এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও তাদের তাদের দেহ তল্লাশি করে ইয়াবা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘গোপন সূত্রে সংবাদ পেয়ে জুয়া ও ইয়াবার আসর থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework