চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৯ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ অক্টোবর ২৬, ১২:০২ অপরাহ্ন

 গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।
এইদিন করোনায় একজন মারা গেছেন।  

মঙ্গলবার (২৬ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

নতুন আক্রান্ত হওয়া ৯ জনের মধ্যে ৬ জন নগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৭২ জন। এর মধ্যে নগরের ৭৩ হাজার ৯৩৮ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২৩৪ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩২১ জনের মধ্যে ৭২১ জন নগরের এবং ৬০০ বিভিন্ন উপজেলার বাসিন্দা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework