চট্টগ্রামে একদিনে শনাক্ত ৮০১ জন, মৃত্যু ১১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ জুলাই ২৫, ১০:০৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ৩ দিন ঈদের ছুটিতে কম নমুনা পরীক্ষা হলেও গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় খানিকটা ছন্দ ফিরেছে। ফলে করোনা শনাক্তের সংখ্যাও এক লাফে ফিরে গেছে ৮০১ জনে। এর আগের দিন যেখানে ১ হাজার ৩০৪ নমুনা পরীক্ষায় ৩০১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন, সেখানে সর্বশেষ ২৪ ঘন্টায় ২ হাজার ৭৮ নমুনা পরীক্ষায় করোনা মিলেছে ৮০১ জনের নমুনায়।

মোট নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘন্টায় পজিটিভ মিলেছে শতকরা ৩৮.৬৮ জনের নমুনায়। এই সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন মোট ১১ জন।

রোববার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামে নতুন করে শনাক্ত ৮০১ জনের মধ্যে ৪৬৯ জন নগরের বাসিন্দা ও ৩৩২ জন বিভিন্ন উপজেলার। এর মধ্য দিয়ে জেলায় করোনা পজিটিভ শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫ হাজার ৩৬৩ জনে। এদের মধ্যে ৫৬ হাজার ৯০৯ জন নগরের ও ১৮ হাজার ৪৫৪ জন উপজেলাগুলোর বাসিন্দা।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১১ জন করোনা রোগীর ৪ জন নগরের ও বাকি ৭ জন উপজেলার। এখন পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী ৮৮৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যাদের ৫৪৩ জন নগরের ও ৩৪২ জন বিভিন্ন উপজেলার।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework