চট্টগ্রামে একদিনে শনাক্ত ৭৯০ জন, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ জুলাই ২১, ০৫:১৩ অপরাহ্ন

চট্টগ্রামে করোনা শনাক্ত ৭৯০ জনের, মৃত্যু ৪ 
স্টাফ করেসপন্ডেন্ট

আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২১

 

চট্টগ্রামে করোনা শনাক্ত ৭৯০ জনের, মৃত্যু ৪ 

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৯০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন।  
 
বুধবার (২১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।


নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ৫৬১ জন এবং উপজেলায় ২২৯ জন।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজে ল্যাব সহ চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।


চবি ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৮৬ জন, বিআইটিআইডি ল্যাবে ১১২০টি নমুনা পরীক্ষায় ১৩৪ জন, চমেক ল্যাবে ২৬৫টি নমুনা পরীক্ষা করে ১০৩ জন, সিভাসু ল্যাবে ২৪৩টি নমুনার মধ্যে ১০৫ জন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে ২ জন, ১৫১টি অ্যান্টিজেন টেস্টে ৬৫ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৪৪০টি নমুনার মধ্যে ৬৭ জন, শেভরন ল্যাবে ৬৮৩টি নমুনার মধ্যে ১০৯ জন, আরটিআরএল ল্যাবে ২৫টি নমুনার মধ্যে ১৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪২টি নমুনার মধ্যে ২০ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এদিন মা ও শিশু হাসপাতালে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।

মৃত্যুবরণকারী ৪ জনের মধ্যে নগরের ৩ জন এবং উপজেলার ১ জন। এ পর্যন্ত করোনায় ৮৬০ জনের মৃত্যু হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework