চট্টগ্রামে আরও ১৬০ জন করোনায় আক্রান্ত, মোট ১৫২১৬

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ আগস্ট ১০, ১০:৪৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৩ জন নগর ও ৪৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৫২১৬ জন। আজ সোমবার (১০ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে দুইজন করোনায় মারা গেছেন; সুস্থ হয়েছেন ৫৯ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ০৭ জন, সিভাসুতে ১৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৪০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৭ জন, শেভরণ ল্যাবে ২৬ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, রবিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮৭৩ টি। এর মধ্যে ১৬১ টি বিআইটিআইডিতে, ১১৪ টি সিভাসুতে, ২২৪ টি চমেকে, ১৫৪ টি চবিতে, ১৩১ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৭১ টি শেভরণ ল্যাবে এবং ১৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৭ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ৩, বাঁশখালীর ২, আনোয়ারায় ১, পটিয়ায় ১, বোয়ালখালীতে ৫, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানে ১২, ফটিকছড়িতে ৩, হাটহাজারীতে ১০, সন্দ্বীপে ২, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ১ জন রয়েছেন। উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ১৯৬ জন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework