চট্টগ্রাম প্রেস ক্লাবে গাউসুল আজম মাইজভান্ডারি স্মারক সেমিনার ও লেখক সম্মাননা ২০২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৩:৪৩ অপরাহ্ন

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক, খাতেমুল আউলিয়া গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৯তম ১০ মাঘ উরস শরীফ উপলক্ষে গাউসুল আজম মাইজভান্ডারি স্মারক সেমিনার ও জ্ঞানভান্ডার প্রকাশনার লেখক সম্মাননা ২০২৫ চট্টগ্রাম প্রেস ক্লাবে গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে দরবারে কামালিয়া শরীফের সাজ্জাদানশীন ও প্রতিষ্ঠাতা মোন্তাজেম পীরে ত্বরিকত, বিশিষ্ট গ্রন্থকার, গবেষক হযরতুলহাজ্ব শাহ্‌সুফী সৈয়দ সিদ্দিক রেজা (মাঃজিঃআঃ) কে সম্মাননা স্মরক প্রদান করেন আওলাদে রাসূল স. আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী শাহসুফি সৈয়দ আহমেদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী (মাঃজিঃআঃ) ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী (মাঃজিঃআঃ)।

উল্লেখ্য শাহ্‌সুফী সৈয়দ সিদ্দিক রেজা (মাঃজিঃআঃ) রচিত জিকরুল্লাহ, হুব্বে রাসূল (সা:), আত- তাসাউফ, ইরফান-ই- কামালিয়াত, বেলায়েতের আলোময় ভূবন মাইজভান্ডার শরীফ, কুতুবুল আউলিয়া হযরত শাহসূফী মাওলানা ছৈয়দ কামাল শাহ (রহ:) সহ মোট ৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি আরো বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে। এছাড়া তিনি নিয়মিত বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে লিখনির মাধ্যমে মানুষের মাঝে জ্ঞানের আলো বিতরণ, সঞ্চার করছেন। রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামে জন্ম নেওয়া এই গুণী আওলাদেপাক ও লেখক সহজ ও সাবলীল, সুফিয়ানা উপস্থাপনের মাধ্যমে পাঠকের মনে পৌঁছে দিচ্ছেন ইসলামের মর্মবাণী। উক্ত অনুষ্ঠানে দরবারে কামালিয়া শরীফ থেকে আরো উপস্থিত ছিলেন নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা সৈয়দ মাসূম কামাল আল আজহারী ছাহেব। তাহার এই সম্মাননা প্রাপ্তিতে রাউজান প্রেসক্লাব, রেজা-এ কামালিয়া আশেকান পরিষদ নোয়াপাড়া শাখা, সাময়িকী "সূফিকথা" সম্মাননা পরিষদ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework