চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে রাউজান প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৫, ০৯:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সংগঠনের একটি বর্ষপঞ্জি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, রাউজান প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম. বেলাল উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, বর্তমান সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সিনিয়র সদস্য আরফাত হোসাইন প্রমুখ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, "চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে রাউজান সৌভাগ্যের অধিকারী ও সমৃদ্ধ উপজেলা। এ উপজেলার প্রাকৃতিক পরিবেশ, সাহিত্য-সংস্কৃতি ও সম্ভাবনার চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।" তিনি রাউজান প্রেসক্লাবের অগ্রগতি কামনা করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework