চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৫, ১২:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে পদাধিকার বলে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

কমিটিতে ক্রীড়া অনুরাগী হিসেবে ১নং সদস্য নির্বাচিত হয়েছেন ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের সন্তান মোহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী।

নতুন এই কমিটির প্রথম সভা বুধবার (১২ ফেব্রুয়ারী) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, খেলোয়াড় ক্যাটাগরিতে হাবিবুর রহমান জালাল, কোচ ক্যাটাগরিতে রিফাত বিন আনোয়ার, ছাত্র প্রতিনিধি মনোনীত হয়েছেন আরিফ মাঈন উদ্দিন, ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে হয়েছেন শেখ সাইদুল ইসলাম মীর (ইবনে মীর)।

ক্রীড়া অনুরাগী সদস্য তরুণ ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, আমরা আমাদের দায়িত‍্য যথাযথ পালন করবো এবং চট্টগ্রামের সকল ক্রিড়া প্রেমী মানুষদের সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সেজন‍্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য: রবিবার (২৬ জানুয়ারি) জাতীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework