চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৬, ১২:৪৩ অপরাহ্ন

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে নিহত তরুণীর পরিচয় মিলেছে। নিহত শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্রী রেহানা আক্তার তানিয়া (২৫)।

নিহতের স্বজন এনামুল হক জানান, "দুর্ঘটনায় আমার ভাগ্নি তানিয়া মারা গেছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি হাটহাজারী হলেও সে ফটিকছড়িতে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও এক যুবক মোহাম্মদ পারভেজ নিহত হন। পারভেজের বাড়ি ফটিকছড়ির নারায়ণহাটে। দুর্ঘটনায় তার শরীর থেকে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী টেম্পু বিপরীত দিক থেকে আসা বিবিরহাটগামী সিএনজিকে চাপা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পথচারীরা আহত তিনজনকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহানা আক্তার তানিয়াকে মৃত ঘোষণা করেন।

পরে আহত পারভেজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় অঞ্জনা দাস নামে এক নারীও গুরুতর আহত হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত তানিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework