চট্টগ্রাম-কাপ্তাই সড়কে YCL শাহ আমানত বাস সার্ভিসের শুভ উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ২৫, ০৪:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম কাপ্তাই সড়কে শুভ উদ্বোধন হলো আস্থা ও সাফল্যের প্রতীক ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়াম লিমিটেড (YCL)-এর শাহ আমানত বাস সার্ভিস। চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পরিচালনায় ৬টি বাস চলবে এ সড়কে ক্লোজ ডোর স্পেশাল কাউন্টার সার্ভিস, বহদ্দারহাট টু কাপ্তাই জেটি ঘাট পর্যন্ত।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বাস টার্মিনালে YCL শাহ আমানত বাস সার্ভিসের ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন YCL-এর কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়াম লিমিটেড (YCL)-এর ব্যবস্থাপনা পরিচালক ও YCL ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। YCL বাস সার্ভিসের কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসান সিকদারের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন YCL-এর প্রধান উপদেষ্টা ও চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আবু নাছের, মার্কেটিং ডিরেক্টর মুহাম্মদ আশরাফুল ইসলাম, কর্পোরেট ট্রেইনার সাইফুল ইসলাম, প্রজেক্ট ডিরেক্টর শাহ জাহান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে YCL-এর ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, “YCL হলো সমগ্র বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে সেবা ও স্বাবলম্বীমূলক একটি প্রতিষ্ঠান। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে সেবা দেওয়া। তারই প্রেক্ষিতে আজ চট্টগ্রাম কাপ্তাই সড়কে আমাদের শাহ আমানতের সহযোগিতায় YCL শাহ আমানত বাস সার্ভিস চালু করেছি। এছাড়াও আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, যার মাধ্যমে একদিকে মানুষের সেবা করছি, অন্যদিকে উদ্যোক্তারা স্বাবলম্বী হচ্ছে।”

উদ্বোধনের পর YCL শাহ আমানত বাস সার্ভিসে যাত্রা করে কোম্পানির রাঙ্গুনিয়া ইছাখালীতে অবস্থিত YCL সততা এগ্রো ফার্মে উদ্যোক্তা মিলনমেলা অনুষ্ঠিত হয়। এর আগে সারা দেশ থেকে আসা প্রায় ৮২০ জন YCL-এর কর্মকর্তা ও সদস্য বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework