খানকাহ কমিটির বিরুদ্ধে মসজিদ নাম মুছে ফেলার অভিযোগ

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ১৩, ০৫:০১ অপরাহ্ন

চন্দনাইশ সদরের মৌলানা বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। এরই মধ্যে গত ১২ মার্চ বুধবার বাদে আছরের নামায পর খানকাহ কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া কমিটির ৪-৫ জন সদস্য উপস্থিত থেকে কোরআন শরীফের রিয়ালে মৌলানা বাড়ি জামে মসজিদ নামটি রঙ দিয়ে মুছে দেয়।

এ বিষয়ে মসজিদে ইমাম ইসা জানান, রমজানে কোরআন পড়ার সুবিধার্থে মসজিদ কমিটি রিয়ালটি মসজিদে রাখছে। এরপর খানকাহ কমিটির মহিউদ্দীন সওদাগর কোরআনের রিয়ালটি সরিয়ে ফেলে, পরবর্তীতে মসজিদ কমিটি রিয়ালটি আবার আগের স্থানে রাখে। হঠাৎ গত ১২ মার্চ বাদে আছরের নামায পর খানকাহ কমিটি মৌলানা বাড়ি জামে মসজিদ নামীয় রিয়ালের নামটি মুছে দেয়। এসময় উপস্থিত মুসল্লীরা বিষয়টি তীব্র নিন্দা জানান।

এই বিষয়ে মহল্লার পক্ষ থেকে মহিবুল আলম বিষয়টি আনজুমানের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মনজুর আলমকে অবহিত করেন। মনজুর আলম জানিয়েছেন, তিনি বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানাবেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework