খাগড়াছড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কুরিয়ার গাড়িতে আগুন, আহত ৫

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ২৪, ০৬:০৮ অপরাহ্ন

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় শনিবার (২৪ মে ২০২৫) সকাল আনুমানিক ৭টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি ও একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পরপরই কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন ধরে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে আগুন লেগে যায় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মাটিরাঙ্গার মো. আবদুর রহিম (৩০), নতুন পাড়ার মো. শাহিন, রমজান আলী (২৭) এবং থৈঅংগ্য মারমা (২৭)। অপর একজন আহতের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework