খাগড়াছড়িতে ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ০১:১২ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলা ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলা শহরের খাগড়াপুরস্থ ‘খ্রীষ্টিয়ান সম্মেলন কেন্দ্রে’ এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার মতো খাগড়াছড়িতেও ব্যাপ্টিস্ট খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের বিশ্বাস, রীতিনীতি ও যিশু খ্রিষ্টের বাণী প্রচার এবং প্রসারে কাজ করে যাচ্ছে এই ফেলোশীপ। ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি মানবিক সেবায়ও তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে গার্লস হোস্টেল ও কম্প্যাশন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, “ব্যাপ্টিস্ট মণ্ডলীকে সঠিক পথে স্থির রাখা, খ্রিষ্টীয় বিশ্বাস প্রচার এবং মানবিক সেবার মতো মহৎ কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপ এগিয়ে যাচ্ছে। সকলের লক্ষ্য ও উদ্দেশ্য খ্রিষ্টীয় বিশ্বাসের আলোকে মহৎ কর্মের মধ্য দিয়ে পূর্ণতা পাক—এই আমার প্রত্যাশা।”

জেলা ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপের সভাপতি আশা প্রিয় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, শহিদুল ইসলাম সুমন এবং বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপ (বিবিসিএফ)-এর সহ-সভাপতি প্রবীর ত্রিপুরা।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপের সাধারণ সম্পাদক হেমঙ্কর ত্রিপুরা, যেখানে তিনি ফেলোশীপের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

এসময় জেলা ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশীপের আওতাধীন সকল গীর্জা ও চার্চের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework